কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকার কোতুলপুরে জন আশীর্বাদ যাত্রা ও শহীদ সন্মান সারলেন।

0
133

নরেশ ভকত::২৪ঘন্টা লাইভ ::২২ই অগাস্ট :: বাঁকুড়া :: কোতুলপুরে দলীয় কর্মীদের চাঙ্গা করতে এবং আশীর্বাদ নিতে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। বিগত নির্বাচনের পর থেকে বিজেপির সেরকম কোনো কাজ জনগণ দেখেনি আজ কোতুলপুর এ কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার আশায় বিজেপি নেতৃত্বরা কিছুটা হলেও অক্সিজেন পেলেন। কেন্দ্রীয় মন্ত্রি সুভাষ সরকার জানান দলীয় কর্মীদের সাথে তিনি বৈঠক করলেন।আজকের এই জন আশীর্বাদ যাত্রায় মন্ত্রী সুভাষ সরকার এর সাথে ছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি সুজিত আগস্তি বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার ইন্দাস বিধানসভা বিধায়ক নির্মল ধারা কোতুলপুর এর বিজেপির কর্মীবৃন্দ।

কেন্দ্রীয় মন্ত্রি সুভাষ সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের প্রশ্নের উত্তরে জানান ভোট পরবর্তী সময়ে কোতুলপুর এ অনেক অত্যাচার হয়েছে অনেককে হিংসার বলি ও হতে হয়েছে । তিনি আরো বলেন ভ্যাক্সিনেশন সেন্টারে পয়সার বিনিময়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে তৃণমূল যতই অন্যায় অত্যাচার করুক আমাদের শক্তি বেশি আছে কারণ বিগত নির্বাচনে তারই প্রমাণ দেয় । তিনি পুলিশকে এক হাতে নিয়ে বলেন পুলিশ কোন কাজ করছে না বিজেপি কর্মীদের ধরে ধরে কেস দিচ্ছে তবে এভাবে বেশিদিন চলবে না । কলকাতার সহায়তা নিয়ে যতই তৃণমূল অত্যাচার করুক না কেন এটা বেশিদিন চলবে না। শালতোড়ার বিধায়িকা চন্দনা বাউড়ি গাড়ি চালকের সাথে বিবাহ প্রসঙ্গে প্রশ্ন করলে সে ব্যাপারে তিনি কোনরূপ প্রতিক্রিয়া জানাননি ।

Advertisement

যেহেতু আশীর্বাদ যাত্রা সেই কারণে গ্রামে ঢোকা সম্ভব হচ্ছে না তিনি তার প্রতিনিধি পাঠাবেন রায়বাঘিনী গ্রামে মৃত কুষ ক্ষেত্রপাল এর পরিবারের বাড়িতে। শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ প্রসঙ্গে যে বিতর্ক তৈরি হয়েছিল সে ব্যাপারে তিনি জানান বিরোধীরা কোন পড়াশোনা করেনি এবং রবীন্দ্রনাথ সম্পর্কে কোনো গবেষকদের সাথে কোন কথাবার্তা বা আলোচনা না করেই উল্টোপাল্টা মন্তব্য করে যাচ্ছেন। বিরোধীরা তার বক্তব্য পুরো না শুনে উল্টোপাল্টা মন্তব্য চালিয়ে যাচ্ছেন। শিক্ষা মন্ত্রী হিসেবে তিনি জানান ত্রুটিমুক্ত শিক্ষাব্যবস্থা চালু করবেন কেন্দ্র সরকারের শিক্ষা বিষয়ে নিয়ম গুলি মেনে আরো উন্নতি সাধন করা এটাই তার লক্ষ্য শুধু বাঁকুড়া বাসিই নয় পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষাতে যাতে অনেক আগে থাকে সে ব্যাপারে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here