গণতান্ত্রিক দেশে ভিন্ন রাজনৈতিক দল করার জন্য, অত্যাচার বা বয়কট করা অমানবিক আচরণ – দিলীপ ঘোষ

0
108

কল্যাণ মন্ডল ::২৪ঘন্টা লাইভ ::২৪ই জুন ::পশ্চিম মেদিনীপুর :: একটা গণতান্ত্রিক দেশে ভিন্ন রাজনৈতিক দল করার জন্য, অত্যাচার করা, বা বয়কট করা অমানবিক আচরণ বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি উল্লেখ করেন, বামশাসনে এই রীতি কিছুটা ছিল, তৃণমূল কংগ্রেসের সময়ে এই রীতি আবার নতুন করে শুরু হয়েছে। এই রাজ্যে কোন গণতন্ত্র নেই বলে উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মতো রাজ্যেই এটা সম্ভব, এখানে গণতন্ত্র কে সম্মান করা হয় না।

Adv
Adv : Keshari Light House

গতকাল সাংসদ মিমি চক্রবর্তীর করোনার ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পে গিয়ে ভ্যাকসিন নেওয়ার ঘটনাকে এদিন কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একজন সাংসদ খোঁজ খবর না নিয়ে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পে অংশগ্রহণ করেন কি করে বলেও তিনি প্রশ্ন তুলে, এই চক্রে সাংসদে যোগসাযোশের অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে ঘটনার নির্দিষ্ট তদন্ত হওয়ার দাবি তুলেছেন শ্রীঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here