গত দুদিনে টানা বৃষ্টিতে ঝাড়গাম জেলা জুড়ে নাজেহাল সাধারণমানুষ

0
133

রামকৃষ্ণ পাল ::২৪ঘন্টা লাইভ ::১৯ই জুন ::ঝাড়গ্রাম :: গত দুদিনে টানা বৃষ্টিতে ঝাড়গাম জেলা জুড়ে নাজেহাল সাধারণমানুষ ।ব্যাহত জনজীবন, সাধারণ মানুষের দুর্দশার যেন অন্ত নেই ।একদিকে সমগ্র জঙ্গলমহল জুড়েই গজরাজ যেমন মানুষের জীবনে সাধারণ জীবনযাত্রাকে অতিষ্ঠ করে তুলেছে, সেইরকমই অন্যদিকে দুদিনের বৃষ্টিতে সমগ্র ঝাড়গাম জেলা জুড়ে এক অজানা দুর্দশার তৈরি হয়েছে। টানা বৃষ্টিতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত খাড়বান্ধি ছ নম্বর অঞ্চলের কলাবনি এলাকায় কোওয়ারী খালের ওপর ভাষা পুলটি ভেঙে যায় জলের তোড়ে।

সেই সিপিএম সরকারের আমল থেকেই এই জায়গার ওপর দিয়েই বাঁশের সেতু দিয়ে যাতায়াত হত। কিন্তু সিপিএম সরকারের শেষের দিকে কংক্রিটের ভাসাপোল টি তৈরি করা হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণ না হওয়ার দরুন দুদিনের টানা বৃষ্টিতে তা একবারে ভেঙ্গে যায়। এই ব্রিজ গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের সাথে যুক্ত করেছে সাঁকরাইল ব্লক কে । ঘুরপথে গোপীবল্লভপুর দু’নম্বর ব্লক থেকে সাঁকরাইল কবে যেতে হলে 30 কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here