চিলকিগড়ের ব্রিজের উপর জল উঠে যাওয়ায় ঝাড়গ্রাম থেকে জামবনি হয়ে গিধনী যাওয়ার রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

0
352

চন্দন মন্ডল :: ২৪ঘন্টা লাইভ :: ২৬শে আগস্ট ::ঝাড়গ্রাম :: নিম্নচাপের জেরে টানা ২দিন বৃষ্টিতে জামবনি থানার চিলকিগড়ের ব্রিজের উপর জল উঠে যাওয়ায় ঝাড়গ্রাম থেকে জামবনি হয়ে গিধনী যাওয়ার রাস্তা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। বৃষ্টির ফলে দুলুঙ নদীর জল চিলকিগড়ের ব্রিজের উপর উঠে যায় । ঘুর পথে প্রায় আট থেকে দশ কিলোমিরার ঘুরে ঝাড়গ্রাম আসতে হচ্ছে চিলকিগড় ও গিধনীর মানুষ জন কে। সাধারণ মানুষের যাতায়াতের প্রচুর অসুবিধে হচ্ছে। পাশাপাশি গ্রামের রোগী মানুষের যাতায়াতের প্রচুর অসুবিধে হচ্ছে।

যত বেলা বাড়ছে নদীর জলও ততই বাড়ছে।ওই এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি চিলকিগড়ের ব্রিজ কে নতুন ভাবে উঁচু করে করার যাতে জল ব্রিজের নিচ দিয়ে পার হয় । কিন্তু সরকারি উদাসীনতায় এখনো কোনো কাজ হয়নি। ফি বছর বর্ষায় জামবনি, চিলকিগড় ,গিধনীর মানুষ কে অসুবিধায় পড়তে হয়। ঝুঁকি নিয়ে এই পারাপার করতে হয় । অনেক সময় দুর্ঘটনায় পড়তে হয় এই এলাকার মানুষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here