জামিনে স্থগিতাদেশ হাইকোর্টের, ছাড়া পেলেন না তৃণমূলের ৪ নেতা

0
176
Advertisement

নিউজ ডেস্ক :: ২৪ ঘন্টা লাইভ :: ১৮ঈ,মে :: কোলকাতা  ::   নারদা-মামলায় রাতে নাটকীয় মোড় নিয়েছে সোমবার রাতে। নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি বুধবার। ফলে এখনই মুক্তি পাচ্ছেন না ফিরহাদরা। রাত কাটিয়েছেন প্রেসিডেন্সি জেলে। অভিযুক্তদের অন্তর্বর্তী জামিন দিয়েছিল বিশেষ সিবিআই আদালত।

দুর্নীতি মামলায় গতকাল সকালে নারদা ঘুষকাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতের আবেদন করেছিল সিবিআই। ওই আর্জি খারিজ করে সন্ধেয় তাদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে সিবিআইয়ের বিশেষ আদালত। কিন্তু অভিযুক্তদের রেহাই করেনি সিবিআই। নিম্ন আদালত ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন দেয়ার পরও সিবিআই ফিরহাদদের মুক্তি না দেয়ায় অবমাননার অভিযোগ করেন ফিরহাদের আইনজীবী অনিন্দ্য রাউত।

Advertisement

নিজাম প্যালেসে অভিযুক্তদের রেখে হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের বেঞ্চে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাতেই শুরু হয় ভার্চুয়াল শুনানি। নিজাম প্যালেস চত্বরে তৃণমূলের বিক্ষোভের ঘটনাকে তুলে ধরে সিবিআই অভিযোগ তুলে ধরে, মামলা ভিন রাজ্যে স্থানান্তর করা হোক। এখানে সুষ্ঠুভাবে তদন্ত চালানো সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here