জেলার ১৫ জন বিজেপি ও সিপিএমের শীর্ষ নেতৃত্ব বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।

0
234

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ৩রা সেপ্টেম্বর :: বাঁকুড়া :: আগামী বিধানসভাকে সামনে রেখে বিজেপি এবং সিপিএম থেকে নিজেদের দলে যোগদান করে সাংগঠনিক দিকদিয়ে দলকে শক্তি শালী করার কৌশল নিয়েছেন জেলার তৃনমূল কংগ্রেস। বাঁকুড়া জেলা তৃনমূল ভবনে বিজেপি ও জাতীয় কংগ্রেস থেকে ব্লক ও জেলা পর্যায়ের নেতা আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি শ্যামল সাঁতরা সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন।যোগদানকারীর মধ্যে বিজেপির প্রাপ্তন সভাপতি ও জেলা কমিটির সদস্যও আছেন।

তৃনমূল কংগ্রেস যোগদানকারীদের দাবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।এদিকে শাসকদলের ও বীরোধী দলের মধ্যে দল বদলের যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতা আম জনতার কাছে কতটা প্রভাব পরবে তা ভোট বক্সেই ফলাফল পাওয়া যাবে। এমটাই মনে করছেন জেলার রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here