টালা ব্রিজ, অপরদিকে এক মিছিল মিটিং নাজেহাল সাধারণ মানুষের।

0
594

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘণ্টা লাইভ :: ৪ ঠা ফেব্রুয়ারি:: কলকাতা :: এক দিকে টালা ব্রিজ, অপরদিকে শহর জুড়ে একের পর এক মিছিল মিটিং। কলকাতা পুলিশ জানাচ্ছে হাতে সময় নিয়ে বেরন। সে দুপুর বেলা হলেও হাতে সময় নিয়েই বেরন কাজে। কারণ শহর জুড়ে আজ আটটি মিছিল এবং মিটিং রয়েছে। প্রথম মিছিল রয়েছে সকাল সাড়ে ১০টায়। ডিএস ক্যান্সার রিসার্চ সেন্টার থেকে একটি মিছিল বেরোবে যা ফুলবাগান ক্রসিং, সিআইটি রোড, কাঁকুড়গাছি হয়ে ফের ফুলবাগান ক্রসিংয়ে আসবে মিছিল। সেখান থেকে ফের ঘুরে এনএম রোড হয়ে সেই মিছিল পৌঁছে যাবে স্ব-ভূমিতে।

এরপর বিকেল চারটের মিছিলটি রয়েছে অ্যাকাডেমি ফাইন আর্ট থেকে। এরপর সেই মিছিল কুইন্স ওয়ে, ক্যাথিড্রাল রোড হয়ে পৌঁছে যাবে আচার্য জগদীশ চন্দ্র রোড ধরে এক্সাইড মোড়ে। সেই সময়ে স্বাভাবিক ভাবেই গাড়ির চাপ থাকে। তাই যানজটের সম্ভাবনা থাকছে। সকাল ১০টা নাগাদ সাউথ পয়েন্ট স্কুলের বালিগঞ্জ প্লেস শাখার কাছে একটি জমায়েত রয়েছ। কলেজ স্ট্রিটে দুপুর বারোটায় একটি প্রতিবাদী মিছিল রয়েছে। দুপুর একটার সময়ে বিজেপি পার্টি অফিস থেকে একটি মিছিল বেরিয়ে ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিন্যু পর্যন্ত। একই সময়ে কফি হাউস থেকে একটি মিছিল বেরোবে। সেটি এসএন ব্যনার্জি রোড পর্যন্ত চলে যাবে। বিকেল চারটে নাগাদ হাইকোর্ট চত্বর থেকে একটি মিছিল যাবে লেনিন সরণি পর্যন্ত। সেই মিছিলটি যাবে আরএসএম স্কোয়ার, অকল্যান্ড রোড হয়ে রাণী রাসমণি রোড দিয়ে। শেষ মিছিল রয়েছে বিকেল সাড়ে পাঁচটায় ধর্মতলার ওয়াই চ্যানেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here