টোল ট্যাক্স আদায় বন্ধের দাবিতে মেজিয়া টোলপ্লাজায় বিক্ষোভ স্থানীয়দের।

0
242

নরেশ ভকত :: ২৪ঘন্টা লাইভ :: ২০শে নভেম্বর :: বাঁকুড়াঃ :: বাঁকুড়া রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের ডাংমেজিয়া টোলপ্লাজায় টোল ট্যাক্স আদায় বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাত্রে আচমকাই এই টোল গেটে স্থানীয় বেশ কিছু যুবক বিক্ষোভ শুরু করে। সেই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় টোল ট্যাক্স আদায়ের কাজ। টোল ট্যাক্স আদায়ে কর্মরত কর্মীরা স্থানীয়দের বিক্ষোভের জেরে এলাকা ছেড়ে চম্পট দেয়। তবে তাদের কোনো হতাহতের খবর নেই। মেজিয়া থানার পুলিশ ক্ষনিকের মধ্যেই পরিস্থিতি সামাল দেয়। তবে এখনো পর্যন্ত নতুন করে টোল ট্যাক্স আদায়ের কাজ এখনো শুরু হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য মাস কয়েক আগে এই টোলপ্লাজার গেটে বেশ কিছু দাবি সমূহ কে সামনে রেখে টোল ট্যাক্স আদায় বন্ধের দাবিতে  বিক্ষোভে সামিল হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তখনো ঠিক একই রকম বিক্ষোভের জেরে বন্ধ হয়ে পড়েছিল টোল আদায়ের কাজ। পুনরায় বৃহস্পতিবার সকালে টোল ট্যাক্স আদায়ের কাজ শুরু হলে রাতের দিকে স্থানীয়দের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় টোল আদায়।এই বিক্ষোভের আচ আগের থেকেই বুঝতে পেরে সকাল থেকেই মেজিয়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলেই মোতায়েন ছিল। বলা বাহুল্য ঘটনাস্থলে পুলিশের অগ্রিম উপস্থিতির জেরেই রক্ষা পেল সরকারি এই সম্পত্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here