তিনটি কৃষি আইন বাতিল,করার দাবীতে ২৭ শে সেপ্টেম্বর সারা ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা

0
148

কল্যাণ মন্ডল ::২৪ঘন্টা লাইভ ::২৪ই সেপ্টেম্বর ::পশ্চিম মেদিনীপুর :: তিনটি কৃষি আইন বাতিল, বিদ্যুৎ আইন সংশোধনী বিল-২০২১ বাতিলের দাবী ও কলকারখানা রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলিকে বেসরকারিকরণের প্রতিবাদে ২৭ শে সেপ্টেম্বর সারা ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। তারই সমর্থনে কেশিয়াড়ীতে মিছিল করল এস ইউ সি আই কমিউনিস্ট দল ও অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠন। বৃহস্পতিবার বনধের সমর্থনে মিছিল কেশিয়াড়ী রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে সারা কেশিয়াড়ী শহর পরিক্রমা করে। কৃষি আইনের বিরোধিতা করে প্লাকার্ড হাতে পথ হাঁটেন সকলেই। লিফলেট দিয়ে বনধের প্রচার চালান দলের কর্মী সমর্থকেরা।

অবিলম্বে কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিল করার দাবীতে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা বনধের সমর্থনে এদিনের এই কর্মসূচি বলে জানান হয়েছে। পথসভার আয়োজন করা হয়। পথসভা থেকে কৃষি আইনের বিরোধিতা করে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। কৃষি আইন বাতিল ও বিদ্যুৎ আইন বাতিলের দাবীতে ডাকা বনধকে সফল করার আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে এদিনের কর্মসূচি থেকে। উপস্থিত ছিলেন স্নেহাশীষ আইচ, ঝাড়েশ্বর রাউৎ, কাজল দাস, মানস বেরা, শম্ভু গুড়িয়া, নারায়ণ শাসমল সহ আরও অনেকে।-/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here