তৃণমূলে ফিরলেই কি মানুষের চরিত্র ঠিক হয়ে যায়’, শোভনকে আক্রমণ রত্নার

0
598

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ১৫ ই, মার্চ ::
কলকাতা :: প্রাক্তন মেয়র-মন্ত্রী শোভন চট্টোপাধায় তৃণমূলে ফিরলেও সাধারণ মানুষের কাছে তাঁর ইমেজ কতটা বদলাবে, তা নিয়ে সংশয় প্রকাশ করলেন রত্না চট্টোপাধ্যায়৷ সেইসঙ্গে তাঁর দাবি, তৃণমূলে ফিরলেও শোভন চট্টোপাধ্যায়ের জায়গা দিদির কাছে আগের মতো হবে না৷

‘মমতার কাছেই ফিরতে হবে শোভনকে’, কলকাতার প্রাক্তন মেয়রের বিজেপিতে যোগদানের দিন এমন ভবিষ্যদ্বাণীই করেছিলেন তাঁর দীর্ঘকালের জীবনসঙ্গী রত্না চট্টোপাধ্যায়। শনিবার তৃণমূলীয় রাজনীতিতে যে মোড় নিল, তাতে রত্নার সেই ভবিষ্যদ্বাণী মিলে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শোভন দিদির ঘরে ফিরে আসছেন৷ এপ্রসঙ্গে
এবার পুরভোটে তাঁকে মেয়র প্রোজেক্ট করবে না দল৷ এমনই দাবি শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়ের৷ কলকাতা 24×7-এ রত্নার প্রতিক্রিয়া, “তৃণমূলে ফিরলেই কি মানুষের চরিত্র ঠিক হয়ে যায়৷ গত আড়াই-তিন বছর ধরে বাংলার মানুষ যেভাবে শোভন চট্টোপাধ্যায়কে দেখেছে, তৃণমূলে যদি সে ফিরে আসে তাহলে কি তার ইমেজ রাতারাতি বদলে যাবে?” এদিন রত্নার কথাতেই পরিষ্কার, যে শোভনের তৃণমূলে ফেরাটা এখন সময়ের অপেক্ষা মাত্র৷

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে করেছিলেন শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ তার দু-দিনের মাথায় অর্থাৎ শনিবার বেহালা-পূর্ব-এর দায়িত্ব থেকে সরতে হল রত্না চট্টোপাধ্যায়কে৷ পুরভোটের আগে শোভনকে ইতিবাচক বার্তা দিতেই কি তৃণমূল তাঁকে দায়িত্ব দিয়েও কেড়ে নিল? জবাবে রত্নার দাবি, তাঁর থেকে দায়িত্ব কেড়ে নেওয়া হয়নি, তিনি নিজেই ছেড়ে দিয়েছেন। রত্না বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ আমাকে আমার পক্ষে বেহালা পূর্বে কাজ করা কঠিন হচ্ছিল। আমার মনে হচ্ছিল, এখানকার কাউন্সিলররা সবাই হয়তো আমার সঙ্গে কাজ করতে চাইছেন না। তাই আমি আজ সকালে অভিষেক বন্দ্যোপাধ্যয়ের অফিসে গিয়ে দায়িত্ব ছেড়ে দিয়ে এসেছি।”
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দলের শীর্ষস্তরের নেতা ও বিধায়কদের উপস্থিতিতে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের সংগঠন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় রত্না চট্টোপাধ্যায়কে। অনেকে বলছেন, তাতেই চাপে পড়ে যান শোভন চট্টোপাধ্যায়। কারণ, তাঁর বিধানসভা কেন্দ্রে রত্না চট্টোপাধ্যায়কে অতিমাত্রায় গুরুত্ব দেওয়াটা কোনও ভাবে মেনে নিতে পারেননি বিধায়ক শোভন চট্টোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here