তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, গড়বেতা-৩ নং ব্লক শাখার উদ্যোগে অভিনব প্রয়াস.. ” দুয়ারে পাঠশালা “..

0
140

কল্যাণ মন্ডল ::২৪ঘন্টা লাইভ ::৩ই জুলাই ::পশ্চিম মেদিনীপুর :: বর্তমান করোনা অতিমারী অবস্থার সংকটকালীন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, গড়বেতা-৩ নং ব্লক শাখার উদ্যোগে অভিনব প্রয়াস..                   ” দুয়ারে পাঠশালা ” | আজ গড়বেতা-৩ নং ব্লক এর ৫নং সাতবাঁকুড়া অঞ্চল অধীনস্থ সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত নবকোলা গ্রামে বিশেষ শিবির উদ্বোধনের মধ্য দিয়ে দুয়ারে পাঠশালা কর্মসূচীর শুভ সূচনা হলো. আগামীদিনে ব্লক এলাকার প্রতিটি অঞ্চলে বিশেষতঃ আদিবাসী ও সংখ্যালঘু অধ্যুষিত পিছিয়ে পড়া এলাকা গুলোতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অন্ততপক্ষে ৫০ টি “দুয়ারে পাঠশালা ” শিবির করে শিক্ষক- শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে খোঁজখবর নেওয়া, তাদের শিখনে অগ্রগতি, সৃজনশীল কর্মকান্ড, খেলার ছলে শিক্ষা ও আনন্দময় পাঠের মধ্য দিয়ে শিশু সহায়ক ভূমিকা পালন করাই তাদের উদ্দেশ্য,… বলে জানালেন উদ্যোক্তা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা নেতৃত্ব সাগর মন্ডল,মণিকাঞ্চন রায়, নিশীথ মন্ডল প্রমুখ।

গড়বেতা ৩নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস তথা” টিম অভিষেক ” সম্মানীয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সাথে এই কর্মকান্ডে সক্রিয়তায় সামিল। ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব সাগর মন্ডল সহ ব্লকের শিক্ষিত বেকার যুবক- যুবতীরাও মানুষের সাথে থেকে আগামী ভবিষ্যৎ প্রজন্ম গঠনের নিমিত্ত সহায়ক ভূমিকা নিতে এই মহতী কর্মকান্ডে ব্রতী হলেন।
শিক্ষক ও যুবদের এই ভূমিকায় খুশি এলাকার কচিকাচা শিশু শিক্ষার্থী,স্থানীয় মানুষ ও অভিভাবক বৃন্দ… |.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.আজকের এই উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক অমিত উপাধ্যায়, যদুনাথ খাড়া, লক্ষীরাম কিস্কু,বাণিব্রত চৌধুরী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here