দক্ষিণ দিনাজপুরে এবারের ২১ শে জুলাই শহীদ দিবস পালন কিছুটা ফিকে হয়ে যাবে ।

0
318

পল মৈত্র :: ২৪ ঘন্টা লাইভ :: ২০শে,জুলাই :: দক্ষিণ দিনাজপুর :: কাল একুশে জুলাই তৃণমুল কংগ্রেসের জন্য মনে রাখবার মতন দিন।এই দিনেই শহীদ হয়েছিলেন তৃণমূলের ১৩ জন সৈনিক।প্রতিবারই এই দিনটি আলাদাভাবে মনে রাখা হয়।এবারেও মনে থাকবে তবে একটু আলাদাভাবে।এবারে নেই ২১ শে জুলাই এর জন্য যাত্রা নেই, কোন উন্মাদনা নেই, কোন উত্তেজনা নেই হৈচৈ নেই কোন অস্থিরতা |

সব কিছু যেন করোনা আবহে মাটিতে মিশে গেছে।অন্যান্য জায়গার মতন দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন বুথে-বুথে ২১ শে জুলাই পালন করবার নির্দেশ এসেছে,তবে একটু অন্যভাবে।

এবার জেলার প্রতিটি তৃণমূল কার্যালয়,বুথে দলীয় পতাকা উত্তোলনের পর শহীদ বেদীতে মালা পরিয়ে পালন করা হবে ২১ শে জুলাই।প্রথমে পতাকা উত্তোলন করা হবে তারপর সবাইকে নিয়ম মেনে সামাজিক দুরত্ব বজিয়ে রেখে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল ভাষন শোনবার জন্য নির্দেশ এসেছে।তাই এবারে ২১ শে জুলাই হবে তবে অনেকটা আলাদাভাবে যা কোনদিন হয়নি হয়ত আগামী দিনেও হবে না। এর আগে এই জেলা থেকে ২১শে জুলাই কলকাতার ময়দানে পৌঁছনোর যে হুড়োহুড়ি থাকতো এবার সেই উন্মাদনাটাই নেই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here