দমদম বিমানবন্দরে বোমাতঙ্ক, আজ সকাল বেলায় নিরাপত্তার জন্য বিমানবন্দরে সর্তকতা জারি করাহয়। 

0
147

নিজেস্ব প্রতিনিধি ::২৪ঘন্টা লাইভ ::১৮ই জুলাই:: দমদম :: জানা গিয়েছে রবিবার সকালে সেনাবাহিনীর যোগাযোগ রক্ষাকারী ইউনিট দমদম বিমানবন্দর কর্তৃপক্ষকে একটি এসএমএস বার্তা পাঠায়। সেই বার্তায় জানা যায় দুবাই থেকে কলকাতা আসা একটি ফ্লাইটে বোমা রয়েছে। মুহুর্তের মধ্যেই সেই খবর ছড়িয়ে পড়ে কলকাতা বিমানবন্দরে। এরপরই বোমাতঙ্ক ছড়ায় বিমান কলকাতা বিমানবন্দরে।বিমানটি অবতরণ করতেই শুরু হয় জোর তল্লাশি।।যাত্রীদের ব্যাগ এবং বিমান তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি।

Advertisement

এমিরেটস বিমান সংস্থার তরফেও জানানো হয় আপত্তিকর কিছু পাওয়া যায়নি। ফলে বিমান সংস্থার তরফে ঠিক করা হয় আজই নির্ধারিত সময়ে দুবাই উড়ে যাবে ওই বিমান। তবে সেনাবাহিনীর তরফ থেকে এই বার্তা কিভাবে এল তা খতিয়ে দেখা হচ্ছে। সেনাবাহিনীকে কেউ নিছক মজা করতে এই ধরনের খবর দিয়েছিল। নাকি কোন বড় ছক ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।। অন্যদিকে দিন কয়েক আগেই কলকাতায় গ্রেপ্তার হয় তিন জঙ্গি। বারাসাত থেকেও খোজ মেলে এক লিংকম্যানের। এই পরিস্থিতিতে দুবাই থেকে আসা বিমানের কোন আশংকার কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে বিমানবন্দরের আরেকটি সূত্র মারফত জানা গিয়েছে নিরাপত্তারক্ষীরা কতটা সতর্ক তা যাচাই করতে মাঝেমধ্যেই এই ধরনের মক টেস্ট করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here