দীঘায় দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ

0
202

সৌভিক কর :: ২৪ ঘন্টা লাইভ :: ১৮ই,জানুয়ারি :: নন্দীগ্রাম :: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে করবেন জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই কারণে সমুদ্র সৈকত দীঘা এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে হামলা ও বিজেপির দলীয় পতাকা ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দীঘার সোপমুদ্রা সৈকতে । অভিযোগের তির তৃণমূলের দিকে ।

বিজেপি দলীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় এবং দলীয় পতাকা ছিঁড়ে ফেলে ।এই ঘটনার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি ।পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ করছে বিজেপি নেতৃত্ব।

ঘটনার খবর পেয়ে দীঘা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । পুলিশি আশ্বাসে অবরোধ ও বিক্ষোভ তুলে নেয় বিজেপি নেতৃত্ব । অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল, পাল্টা বক্তব্য অন্তর্দ্বন্দ্বের ফলেই ঘটেছে এই ঘটনা, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দীঘা থানার পুলিশ। অন্যদিকে চাপা উত্তেজনা রয়েছে সমগ্র এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here