নিম্নচাপের ফলে সৃষ্ট প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার বহু এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

0
109

কল্যাণ মন্ডল ::২৪ঘন্টা লাইভ ::৩১ই জুলাই ::পশ্চিম মেদিনীপুর ::নিম্নচাপের ফলে সৃষ্ট প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার বহু এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জেলার দাসপুর-১ ব্লকের নাড়াজোল ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছুগুলি মৌজা বন্যার জলে প্লাবিত হয়েছে। এই দুই টি এলাকাতেই প্রায় ৩০হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলায় সাপের কামড়ে, বিদ্যূৎপৃষ্ট হয়ে এবং দেওয়ার চাপা পড়ে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

এছাড়াও পারাং নদীতে, চন্ডিপুর ও রাইকুন্ডু এলাকাতে ৬টি স্থানে এবং রাজনগরে শিলাবতী নদীতে ৩টি স্থানে বন্যার জলের চাপে নদীবাঁধ ভেঙে গেছে। অত্যধিক বৃষ্টির ফলে গতকালই এইসব এলাকার অনেক বাড়ী ঘর ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত অনেকেই । সদ্য লাগানো ধানের চারা ও বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here