ন্যাশনাল গেমসে তানসুডু চ্যাম্পিয়নশিপে জঙ্গলমহলের প্রতিযোগিরা তিনটি গোল্ড ও দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে।

0
123

রামকৃষ্ণ পাল ::২৪ঘন্টা লাইভ ::১৩ই জুলাই ::ঝাড়গ্রাম :: করোনা পরিস্থিতির জন্য ভার্চুয়ালি ন্যাশনাল গেমস তান সুডু চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আসামে অনুষ্ঠিত হয় ১৮ ও ১৯ জুন। ওই প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী প্রতি যোগী দের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মোট সাতজন প্রতিযোগী পদক জয় লাভ করে। তারমধ্যে জঙ্গল মহলের ১৬ জন প্রতিযোগীর মধ্যে ৫ জন পদক জয় লাভ করেছে। জঙ্গলমহলের পাঁচজনের মধ্যে উজ্জ্বল দোলই,তার বয়স ১৯, ও সুমন ভকত ,বয়স ১৯এবং ঋষিতা গিরির বয়স ৯ বছর।

এই তিন জাল গোল্ড পদক  লাভ করেছে এবং রুদ্র প্রতাপ সিং, বয়স ১৬ ও দীপাংশু মন্ডল এর বয়স ১১ বছর।এই দুইজন ব্রোঞ্জ পদক পেয়েছে। সংস্কার সম্পাদক শংকর থাপা বলেন করোনা পরিস্থিতির জন্য ভার্চুয়ালি ন্যাশনাল গেমস প্রতিযোগিতা ঝাড়গ্রাম এর ছেলেমেয়েরা ভালো ফল করেছে। রাজ্যে মোট সাতজন পুরস্কার পেয়েছে তার মধ্যে জঙ্গলমহলের রয়েছে পাঁচজন।জঙ্গল মহলের ছেলে ও মেয়েরা আগামী দিনে আরো ভালো কল করবে বলে তিনি আশা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here