পাঁচ দফা দাবি নিয়ে বাঁকুড়ার রাজ পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ।

0
192

নরেশ ভকত :: ২৪ঘন্টা লাইভ ::৭ই,জানুয়ারি :: বাঁকুড়াঃ:: পাঁচ দফা দাবি নিয়ে বাঁকুড়ার রাজ পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা । বৃহস্পতিবার বাঁকুড়ার হিন্দু স্কুল ময়দান থেকে একটি মিছিল করে কলেজ মোড় হয়ে তারা মাচানতলা মুক্তমঞ্চে সমবেত হন এবং সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা ক্ষোভ উগরে দেন । মূলত এক , কর্মসংস্থান । দুই , নারী নির্যাতন । তিন , শিক্ষা পরিকাঠামোর পরিবর্তন সহ পাঁচ দফা দাবি নিয়ে তারা আজ রাজপথে নেমেছেন ।

সনুপ পাত্র নামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদেরর বাঁকুড়া জেলার জেলা প্রমুখ বলেন , গত কয়েক বছর ধরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের ওপর যে আক্রমণ করা হচ্ছে এবং কলেজ গেলে যেভাবে বিনা কারণে তাদের কেস দেওয়া হচ্ছে এবং বাংলায় নারী নির্যাতনের সংখ্যা বেড়ে চলেছে তার প্রতিবাদে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি । এছাড়াও তিনি বলেন ভোটের মাধ্যমে এবং গণতান্ত্রিক অধিকার এর মাধ্যমে সুস্থ সমাজ গড়ে উঠুক ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here