পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মধ্যক্ষের বিরুদ্ধে CBI/CID তদন্ত চেয়ে পোষ্টার, চাঞ্চল্য বারাসাতে

0
560

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ১৬ ই, মার্চ ::
উত্তর ২৪ পরগনা :: তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি “বাংলার গর্ব মমতা” পালন শুরু হয়েছে রাজ্য জুড়ে । তারই মধ্যে বিতর্কিত পোষ্টার তৃণমূল নেতার নামে । উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মধ্যক্ষ নারায়ন গোস্বামীর বিরুদ্ধে পড়েছে পোষ্টার ।

পোষ্টারে ওই তৃণমূল নেতাকে ‘তোলাবাজ’ ও ‘গরু পাচারকারীদের দালাল’ আখ্যা দিয়ে CBI/CID তদন্তের দাবি জানানো হয়েছে । স্থানীয় বাসিন্দারা বলছেন, এই পোষ্টার দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ তদন্তের দাবি জানানো হয়েছে । অন্যদিকে কে বা কারা এই পোষ্টার দিয়েছে তা জানা যায়নি ।
তৃণমূল কর্মীদের দাবি, নারায়ন গোস্বামীকে কালিমালিপ্ত করতেই এই পোষ্টার । তবে যার বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়েছে তিনি এই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো রকম মন্তব্য করতে চাননি । তবে এই পোষ্টার নিয়ে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জী বলেন, কাটমানি তোলাবাজি পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো ইস্যু । এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল । এই পোষ্টারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বারাসাত শহরে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here