প্রশান্ত কিশোরের বাবাও কুকুরের বাঁকা ল্যাজ সোজা করতে পারবে না: শতরূপ

0
539

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘণ্টা লাইভ :: ১৬ ফেব্রুয়ারি :: কলকাতা :: প্রশান্ত কিশোরের বাবাও কুকুরের বাঁকা ল্যাজ সোজা করতে পারবে না৷ বিধানসভায় তৃণমূলের মহিলা বিধায়কের ধর্ষণের হুমকি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ৷

শতরূপ বলেন,”সে দিনের তাপস পাল আজকের নার্গিস। প্রশান্ত কিশোর কেন, প্রশান্ত কিশোরের বাবা এসেও কুকুরের বাঁকা ল্যাজ সোজা করতে পারবে না।” সিপিএমের বর্ষীয়ান নেতা সেলিম বলেন, মহম্মদ সেলিম বলেন,”বিধানসভায় তর্কবিতর্ক হতেই পারে। নির্বাচিত প্রতিনিধি মহিলা সদস্য হয়েও ধর্ষণের হুমকি দিচ্ছেন! সোনালি গুহকে ডেপুটি স্পিকার করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। ওনাকে প্রোমোট করা হয়েছিল। একেও প্রোমোট করা হবে। তিনি আরও বলেন,”এরা এভাবেই সমাজকে দেখে। বিরোধী মতকে শায়েস্তা করার জন্য ধর্ষণকে হাতিয়ার করা হয়। সঙ্ঘ পরিবার গোটা দেশে করছে তৃণমূল আমাদের রাজ্যে সেটা ব্যবহার করছে।”

উল্লেখ্য, শনিবার বিধানসভায় বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন মেমারির তৃণমূল বিধায়ক নার্গিস বেগম। নার্গিস বেগমের কিছু মন্তব্য ঘিরে আপত্তি তোলেন ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। অসীমা পাত্রের পর জামুড়িয়ার সিপিএম বিধায়ক জাহানারা খানও নার্গিস বেগমের মন্তব্যের প্রতিবাদ জানান।

নার্গিসের সমালোচনা করে জাহানারা বলেন, ‘যাঁদের যা সংস্কৃতি, তাঁদের মুখে তেমনই ভাষা’। জাহানারার এই মন্তব্যে যারপরনাই ক্ষুব্ধ হন তৃণমূল বিধায়ক নার্গিস বেগম। নার্গিস বেগম জাহানারার উদ্দেশে বলে ওঠেন, ‘তোমার ধর্ষণ হবে।’ শাসকদলের বিধায়কের প্রকাশ্যে এহেন মন্তব্যে শোরগোল পড়ে যায় বিধানসভার অন্দরে। তাঁকে বিঁধে ধর্ষণের হুমকি দেওয়ায় কেঁদে ফেলেন সিপিএম বিধায়ক জাহানারা খানও।

এদিকে, দলেরই বিধায়কের এই মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়ে যায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বও। নার্গিসের মন্তব্যের নিন্দায় সরব হন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। তারপর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নার্গিস বেগমের বিরুদ্ধে নালিশ জানান বাম বিধায়ক জাহানারা খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here