বছরের শেষ দিনে পিচ রাস্তা পেয়ে অবশেষে সুখের হাসি হাসলেন তারা

0
623

অবশেষে সুখের হাসি হাসলেন তারা । বছরের শেষ দিনে পিচ রাস্তা পেয়ে খুশি ,

নিজস্ব সংবাদদাতা : চোপড়া, অবশেষে রাস্তা পেয়ে হাসি ফুটলো তাদের মুখে । ৩১ডিসেম্বর:-বছরের শেষ দিনে পিচ রাস্তা পেয়ে খুশি মাঝিয়ালী অঞ্চলের সাত আটটি গ্রামের মানুষ।এদিন চোপড়া ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের সুইগছ থেকে নন্দকিশোর গছ (জোহরা মেলা) পর্যন্ত ১৯লক্ষ ৪২হাজার টাকায় প্রায় দেড় কিলোমিটার পিচ রাস্তার উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদ সদস্য গোপাল ভৌমিকা । এই রাস্তা দিয়ে নিত্য প্রয়োজনে এই রাস্তা দিয়ে প্রায় সাত আটটি গ্রামের মানুষ এবং দুইটি হাই স্কুলের স্কুল পড়ুয়াদের যাতায়াত করতে হত।কিন্তু রাস্তাটি খারাপ থাকায় বাইক এবং সাইকেল নিয়ে রাত বেড়াতে চলাচলের খুবই দুর্ভোগ ছিল। স্থানীয় প্রবীণ বাসিন্দা খগেন্দ্রনাথ সিংহ এবং এলাকার প্রাক্তন শিক্ষিকা গীতা দাস জানান, প্রায় আট দশ বছর ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় ছিল । তাই এলাকার মানুষের দাবি ছিল এই রাস্তাটি পিচ রাস্তা করার। অবশেষে উত্তর দিনাজপুর জেলা পরিষদের তহবিল থেকে এই রাস্তাটি পিচ রাস্তা করার অনুমোদন পায়। বছরের শেষ দিন মঙ্গলবার স্থানীয় জেলা পরিষদ সদস্য গোপাল ভৌমিক এই রাস্তাটির উদ্বোধন করেন।এই রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, তৃণমূল কংগ্রেসের মাঝিয়ালী অঞ্চল যুব সভাপতি নাসির হুসেন,ছাত্র নেতা কিরঞ্জিত সিংহ, মাইনোরিটি সেলের অঞ্চল সভাপতি বসীরুদ্দিন সহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here