বাঁকুড়ায়,পুলওয়ামায় শহীদ জওয়ান দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত হলো রক্তদান শিবির

0
617

নরেশ ভকত :: ২৪ ঘণ্টা লাইভ :: ১৫ ফেব্রুয়ারি :: বাঁকুড়া :: গতবছর অর্থাৎ ২০১৯ এর ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামায় সি আর পি এফ এর কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারান ৪৩ জন সেনা জওয়ান ।

এক বছর আগের সেই ভয়ঙ্কর স্মৃতি আজও টাটকা । এই ঘটনার প্রতিবাদে ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এদিন বিষ্ণুপুর শহরের বাইপাস সংলগ্ন কাটানধারে রক্তদান শিবিরের আয়োজন করলো সুভাষ কুমার মান্না নামে এক ব্যক্তি । এদিনের রক্তদান শিবিরে মোট ৩০ জন ব্যক্তি রক্ত দান করেছেন ।

বিষ্ণুপুর শহরের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন । উদ্যোক্তা সুভাষ কুমার মান্না বলেন , শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে । এছাড়াও অনেক রোগী রয়েছেন যাদের এক ফোটা রক্তের অভাবে মৃত্যু পর্যন্ত হয় , তাদের কথা চিন্তা করে আজকের এই মহান দিনে এই রক্তদান শিবিরের আয়োজন করা ।

সমীর বন্দ্যোপাধ্যায় নামে এক রক্তদাতা বলেন আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমি রক্ত দান করলাম ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here