বাঁকুড়ায় পাচারের আগেই ধরা পড়ল মূল্যবান গাছের কাঠ

0
565

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ১ লা মার্চ ::
বাঁকুড়া :: গোপন সূত্রে খবর পেয়ে বহুমূল্য শাল ও ইউক্লিপটাস কাঠ উদ্ধার করল বনদফতর। বাঁকুড়ার সোনামুখীর কোচডিহি এলাকার ঘটনা।
বনদফতর সূত্রে খবর, শনিবার সকালে তাঁদের কাছে খবর আসে, কোচডিহি গ্রামের রায় পাড়ার একটি পুকুরে বেশ কিছু শাল ও ইউক্লিপটাস কাঠ রয়েছে। ওই কাঠগুলি বনদফতরের নিজস্ব। স্থানীয় ডিপো থেকেই কেউ বা কারা এগুলি পাচারের চেষ্টা করেছিল। খবর পাওয়ার পরই বনকর্মীরা ওই এলাকা থেকে কাঠ গুলি উদ্ধার করেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে বনদফতর সূত্রে জানানো হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে সোনামুখীর বনাধিকারিক দয়াল চক্রবর্তী বলেন, বনদফতরের ডিপো থেকেই ওই কাঠগুলি কেউ বা কারা পাচারের চেষ্টা করছিল। রাত্রে নজরদারি টিমের নজরে বিষয়টি ধরা পড়ায় ওই পাচারকারী দলটি কাঠ গুলি নিয়ে যেতে না পেরে পুকুরে ফেলে পালায়।
প্রায় কুড়িটির মতো ইউক্লিপটাস ও ছ’টি শাল গাছ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় কুড়ি হাজার টাকা। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করা না গেলেও ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here