বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত লাউগ্রাম পঞ্চায়েত পরিদর্শনে বাঁকুড়ার জেলাশাসক শ্রীমতি কে রাধিকা আইয়ার।

0
201

নরেশ ভকত::২৪ঘন্টা লাইভ ::২০ই জুন :: বাঁকুড়া ::  বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত লাউগ্রাম পঞ্চায়েতে অবস্থিত দারকেশ্বর নদীর ধারে লক্ষণহাটী ,ছোট পাগলা, গটিপারা, আম-দই কলোনি সমগ্রহ গ্রামগুলি ক্ষয়ক্ষতি পরিদর্শনে আসেন বাঁকুড়া জেলা শাসক শ্রীমতি কে রাধিকা আইয়ার। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রী শংকর নস্কর এল আর এবং বাঁকুড়া এসপি ধৃতিমান সরকার, অ্যাডিশনাল এসপি গনেশ বিশ্বাস, বিষ্ণুপুর এসডিপিও, কোতুলপুর থানার ওসি ,সি আই এবং কোতুলপুর বিডিও কৃষ্ণেন্দু ঘোষ লাউ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান তুষার কান্তি মন্ডল ।বিগত কয়েক দিনের বৃষ্টির ফলে এলাকায় প্রায় ১৫০ জন মানুষ একটি স্কুলে বসবাস করছিলেন, এরপর এলাকায় জল কম হওয়ায় পুনরায় তারা নিজের বাড়িতেই বসবাস করছেন।

লাউ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার বাবু বলেন, আমার এলাকার মানুষ স্যাটিস্ফাইড বিগত দিন থেকে এখন মানুষ অনেক ভালোভাবে আছেন নদীর বাঁধ উপকূলেও বসবাস করে কারণ পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘ নদীর বাঁধ মেরামত করেছেন উল্লেখ্য আরও বলেন আমি কলোনি এলাকাজুড়ে প্রায় এক কিলোমিটারের মতো নদীর বাঁধ মেরামতি করতে বাকি আছে তারও আর্জি জানিয়েছেন বাঁকুড়া জেলা শাসকের কাছেবাঁকুড়া জেলা শাসক শ্রীমতি কে রাধিকা আইযার বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই বাদ মেরামতির ব্যবস্থা করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here