বাঁকুড়ায় আইসিডিএস সেন্টারের চাল ডাল আলু পরিমানে কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ !

0
575

নরেশ ভকত ::২৪ ঘন্টা লাইভ :: ২০শে এপ্রিল :; বাঁকুড়াঃ :: রেশন নিয়ে জেলার বিভিন্ন এলাকায় দূর্নিতির পর এবার আইসিডিএস সেন্টারের চাল ডাল আলু পরিমানে কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালো এলাকাবাসী।বাঁকুড়ার আশ্রম পাড়ার এলাকার ঘটনা।

সোমবার সকাল থেকেই বিভিন্ন আই সি ডি এস কেন্দ্রের মতো আশ্রমপাড়া কল্পনা প্রাথমিক স্কুল আই সি ডি এস সেন্টারের শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের চাল, আলু ডাল দেওয়ার কাজ চলছিল।

সরকারি নির্দেশ অনুযায়ী 2 কেজি চাল, 2 কেজি আলু ও 300 গ্রাম মাসুর ডাল দেওয়ার নির্দেশিকা জারি হয়েছে সরকারি ভাবে। উপভোক্তাদের অভিযোগ এই আইসিডিএস সেন্টার চাল, আলু এবং ডালের পরিমাণ প্রতি ক্ষেত্রেই নির্দিষ্ট মাপের তুলনায় কম দেওয়া হচ্ছে।অভিযোগ অস্বীকার করেন আইসিডিএস সেন্টারের কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here