বাঁকুড়ায় করোনা পরিস্থিতির সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল জেলা বাসী – ঝড়ে ভেঙে পড়লো গাছ ।

0
446

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ২১শে,এপ্রিল :: বাঁকুড়াঃ নরেশ ভকত, বাঁকুড়াঃ করোনা পরিস্থিতির সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল জেলা বাসী। রাত যখন তিনটা সেই সময় প্রচন্ড বেগে ঝড় বইছিল। এবং ঝড়ের সাথে বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টি। সেই সময় বাড়ির বাইরে বেরিয়ে আসে রুপোসী। সেই সময় বিকট শব্দ হয় এবং দেখে বিশাল বড় একটা গাছ পড়ে যায় বাড়ির উপর।

রুপোসী নিজেকে কোন রকমে রক্ষা করে সরিয়ে প্রাণে বেঁচে যায়।সেখানে তারা রান্না করে খায়, গরু বাছুর, ছাগল বাঁধা থাকে সেই বাড়িটা ঐ বিশাল গাছে চাপা পড়ে গেছে।কিন্তু গাছটা যদি একটু পাশে পড়তো তাহলে হয়তো সকলে ঘুমন্ত অবস্থায় সবাই চাপা পড়ে যেতেন। রুপোসী জানায় আমরা গরীব তাই এই রকম ঘরে থাকতে হয় গাছটা যদি ঘরের মাঝে পড়তো তাহলে মরে পড়ে থাকলেও কেউ জানতে পারতো না। কিন্তু আমাদের করার তো কিছু নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here