বাঁকুড়া জেলার পশ্চিমবঙ্গ গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের চাকুরিপ্রার্থীরা আন্দোলনে।

0
259

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ২রা,সেপ্টেম্বর :: বাঁকুড়া :: আন্দোলনে নামলেন বাঁকুড়া জেলার পশ্চিমবঙ্গ গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের চাকুরিপ্রার্থীরা। রাজ্য সরকারের গ্রুপ ডি পদে নিয়োগে স্বচ্ছতা, পুনরায় পদ সংখ্যা বিবেচনা করে নতুন করে বিজ্ঞপ্তি জারি করার দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলেন গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের চাকুরিপ্রার্থীরা। তাঁরা তামলিবাঁধ ময়দান থেকে মিছিল করে এসে তাদের দাবী পত্র তুলে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে।

আন্দোলন কারীদের দাবী, 2016 সালে সরকার 6 হাজার কর্মী নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছিলেন। সেইমতো 2017 সালে মে মাসে পরীক্ষা নেওয়া হয়। এরপর 2018 সালের 18 ই অগাস্টে 5422 জনের একটি মেরিট লিস্ট প্রকাশ করে রাজ্য সরকার। সেইমতো চাকুরিতে যোগদান করেন বেশ কয়েকজন, কিন্তু ওয়েটিং লিস্টে রেখে দেওয়া হয় বেশ কয়েকজনকে। কিন্তু ওয়েটিং লিস্টের কোনরকম মেরট লিস্ট প্রকাশ দপ্তর প্রকাশ করেনি বলে অভিযোগ। এরপর বারবার আবেদন করেছেন ওয়েটিং লিস্টে থাকার চাকুরি প্রার্থীরা। কিন্তু কোনভাবেই কোন রকম সুবিধা করতে পারেননি তারা। চাকুরী পার্থীরা ভুগছেন কর্মহীনতায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here