বাঁকুড়া – সোনামুখী রাজ্য সড়কে সারা ভারত কৃষক সভার ডাকে পথ অবরোধ

0
188

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ৫ই,নভেম্বর :: বাঁকুড়া :: নরেশ ভকত, বাঁকুড়াঃ প্রতিদিন বড়জোড়া ব্লক বিশেষ করে বৃন্দাবনপুর, ছান্দার এলাকায় হাতির উপদ্রপ বাড়ছে। ফসলের ক্ষতি হচ্ছে, ক্ষতিপূরণ পাচ্ছে না কৃষকরা। যে মানুষের মৃত্যু হয়েছে তাদের পরিবারের একজন কে সরকারী চাকুরী দিতে হবে, মিথ্যা মামলা তুলতে হবেও হাতি তাড়ানোর ব্যাবস্থা করতে হবে।

অন্য দিকে ধানের সহায়ক মূল্য বাড়িয়ে 2600 টাকা কুইন্টাল দরে ধান কিনতে হবে সরকার কে। আলু বীজের দাম কমাতে হবে। এই দাবীতে আজ সকাল ৯. ১৫ মিনিট থেকে বাঁকুড়া – সোনামুখী রাজ্য সড়কে সারা ভারত কৃষক সভার ডাকে বৃন্দাবনপুর মোড়ে অবরোধ শুরু হয়।

বক্তব্য রাখেন জেলা কৃষক নেতা সুজয় চৌধুরী, বিধায়ক কমরেড সুজিত চক্রবর্তী। উপস্থিত ছিলেন ক্ষেতমজুর ইউনিয়ন এর জেলা সম্পাদক সাগর বাদ্যকর, কৃষক ব্লক সম্পাদক বিশেস্বর গড়াই প্রমূখ। পুলিশ আধিকারিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ৩০ মিনিট পরে অবরোধ তোলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here