বিশেষ সম্মানে ভূষিত হলেন প্রখ্যাত সাহিত্যিক পার্থ সারথী গোস্বামী।

0
646

নিজস্ব সংবাদদাতা::২৪ ঘন্টা লাইভ::২৮ জানুয়ারি:: হাওড়া::‘হরিপদ মণ্ডল স্মারক সম্মান’ ও ‘ভূপেন্দ্রনাথ টিকাইত স্মারক সম্মান পেলেন সাহিত্যিক পার্থ সারথী গোস্বামী। সোমবার বাঁকুড়ার কুঁখড়াজোড় উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মঞ্চ থেকে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। উত্তরীয়, স্মারক ও পুস্পস্তবক দিয়ে তাঁদের সম্বর্ধিত করা হয়।

একই সঙ্গে এই মঞ্চ থেকে ঐ বিদ্যালয়ের পক্ষ থেকে গল্পকার শুক্লা কর, কবি পার্বতী রায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক দীপেন ঢাংকে ভূপেন্দ্রনাথ টিকাইত, গোপাল চন্দ্র টিকাইত ও হরিপদ মণ্ডল স্মারক সম্মান তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর সূবর্ণ জয়ন্তী বর্ষ থেকে প্রতিষ্ঠাতা সম্পাদক হরিপদ মণ্ডল, ভূমিদাতা ভূপেন্দ্রনাথ টিকাইত ও গোপাল চন্দ্র টিকাইতের স্মৃতি রক্ষার্থে ‘স্মারক সম্মাণ’ দেওয়া শুরু হয়। জেলায় স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত মোট ছ’জন কবি, গল্পকার ও সাংবাদিকে এই সম্মান জানানো হলো।

বাঁকুড়া শহর থেকে ১৮ কিলোমিটার দূরে ১৯৭০ সালে প্রত্যন্ত গ্রামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শুরুর দিন থেকে জুনিয়র হাই স্কুল হিসেবে পথ চলা শুরু হলেও ২০০৭ সালে মাধ্যমিক স্তর পর্যন্ত অনুমোদন পায়। বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা ৩৫০ জন ও ৬ জন শিক্ষিকা সহ ৭ জন শিক্ষক রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here