বিশ্ববিজ্ঞানীদের ক্রমতালিকায় স্থান করে নিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন গবেষক

0
125

কল্যান মন্ডল::২৪ঘন্টা লাইভ ::১৩ই জুন :: পশ্চিম মেদিনীপুর :: কোলকাতা থেকে বহুদূরে পিছিয়ে পড়া জেলায় অবস্থিত হওয়া সত্ত্বেও বিজ্ঞান শিক্ষা এবং বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে দ্রুত গতিতে এগিয়ে চলছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জঙ্গলমহলের জেলার সমস্ত সীমাবদ্ধতাকে দূরে ঠেলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আজ স্থান করে নিলেন জগৎ সভায়।সম্প্রতি প্রকাশিত বিশ্বের গবেষকদের তালিকায় স্থান করে নিলেন এই বিশ্ববিদ্যালয়ের এক বা দু’জন নন, এক সঙ্গে ৩৪ জন গবেষক। প্রতি বছরই বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত বিষয়ে গবেষণা হয়, তার নিরিখে বিজ্ঞানীদের অবস্থান দেখা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্ব বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং এর তালিকা অ‌নুযায়ী দেখা গেল

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন বিজ্ঞানী এই তালিকায় স্থান পেয়েছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিরিখে দেখা গেল, প্রথম হয়েছেন নিউট্রোজেনোমিক্সের অধ্যাপক দেবীদাস ঘোষ। অঙ্ক বিভাগের অধ্যাপক মধুমঙ্গল পাল হয়েছেন দ্বিতীয়। বটানি বা উদ্ভিদ বিদ্যায় অধ্যাপক অমলকুমার মন্ডল তৃতীয় হয়েছেন। বায়োলজির অধ্যাপক সোমনাথ রায় চতুর্থ। আর পঞ্চম হয়েছেন অধ্যাপক কেশব চন্দ্র মন্ডল। এভাবেই বিভিন্ন বিভাগের ৩৪ জন গবেষক বিশ্বের তালিকায় স্থান করে নিয়েছেন। বিশ্বের মধ্যেই অবশ্য খুব একটা পিছিয়ে নেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিরিখে প্রথম স্থানে থাকা দেবীদাসবাবু এশিয়াতে ৬২১২ তম স্থানে।

Advertisement

আর বিশ্বে ৪৯১৬৮ তম স্থানে। মধুমঙ্গলবাবু এশিয়াতে ৬৩৯২ ও বিশ্বে ৪০৩১৭ তম স্থানে। অমলবাবু এশিয়াতে ৮৯০৬ ও বিশ্বে ৬৭৫০৪ তম স্থানে। সোমনাথবাবু এশিয়া র‍্যাঙ্কিংয়ে ১৩৭৩৩ ও বিশ্বে ৯৭৫৬১ তম স্থানে। আর কেশবাবু এশিয়াতে ১৪০৬৯ ও বিশ্বে ৯৯৪৪৬ তম স্থানে।
এই কৃতিদের জন্য গর্বিত সারা জেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here