ভালুকা বাজার এলাকার ৫০০ অধিক মানুষ বিভিন্ন দল ছেড়ে এদিন তৃণমূলে যোগদান করেন।

0
254

কুমার মাধব :: ২৪ ঘন্টা লাইভ :: ১১ই,সেপ্টেম্বর :: মালদা :: একুশের নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএম ও কংগ্রেস এবং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ৫০০র অধিকদলত্যাগী মানুষ। এই দিন বিকালে ভালুকা নবোদয় শিশু মন্দির প্রাঙ্গণে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।এই কর্মসূচিতে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত ভালুকা বাজার এলাকার ৫০০ অধিক মানুষ বিভিন্ন দল ছেড়ে এদিন তৃণমূলে যোগদান করেন।

নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য কোর কমিটির সদস্য তাজমুল হোসেন। তাছাড়া এই দিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিত দাস উত্তর মালদার কো অর্ডিনেটর মানব ব্যানার্জি ,নারী শিশু কল্যাণ দপ্তরে কর্মদক্ষ মর্জিনা খাতুন, ২নং ব্লকের সভাপতি হযরত আলী ,সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকেরা।

এদিনের ওই যোগদানসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রসেনজিত দাস বিজেপি সরকারের একাধিক জনবিরোধী নীতি তুলে ধরেন পাশাপাশি আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার বার্তা দিয়ে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here