মালদায় বিজেপির কর্মীদের নিয়ে থানা ঘেরাও করেন এবং সকাল পাঁচ টা পর্যন্ত চলে বিক্ষোভ সাংসদ খগেন মুর্মুর|

0
220

মাধব মন্ডল :: ২৪ ঘন্টা লাইভ :: ১৫ই,আগস্ট :: মালদা :: উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু হরিশ্চন্দ্রপুর এসেছিলেন যোগদান কর্মসূচির জন্য, সেখান থেকেই শুরু হয় বিতর্ক,বিজেপিতে যোগদান করা কিছু কর্মীর নামে মিথ্যে কেস দেওয়া হয়েছে বলে অভিযোগ সেই সূত্রে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসকে ফোন করেন বিজেপি সাংসদ খগেন মুর্মু সূত্রের খবর সাংসদের সাথে কথোপকথনের মাঝে সঠিক উত্তর না দিয়ে ফোন কেটে দেন আইসি কিন্তু এরপরেই দলের নেতা কর্মীদের নিয়ে থানা ঘেরাও করেন এবং সকাল পাঁচ টা পর্যন্ত চলে বিক্ষোভ সাংসদ খগেন মুর্মুর|

বিজেপির পক্ষ থেকে অভিযোগ পুলিশ পক্ষপাতিত্ব করছে তৃণমূলের দলদাস হয়ে গেছে পুলিশ চারিদিকেই বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে এসব করে বিজেপিকে থামানো যাবে না | এদিকে করোনা মহামারীর ভয় এর মধ্যেই কোনরকম স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব না মেনে এইভাবে হরিশ্চন্দ্রপুর থানার সামনে একজন দায়িত্ববান সাংসদ কিভাবে এ ধরনের কর্মসূচি করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

এ প্রসঙ্গে জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মদক্ষ তথা তৃণমূল নেত্রী মর্জিনা খাতুন বলেন গত 5 মাসে লকডাউন এর সময় এই করোনার মধ্যে নিজের সংসদ এলাকায় উত্তর মালদার এমপিকে এলাকায় দেখা যায়নি। আজ তিনি এলাকায় এসেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে অশান্তি পাকানোর জন্য। লকডাউন সময় হরিশ্চন্দ্রপুর থানা পুলিশরা ত্রাণ সামগ্রী নিয়ে সাধারণ দরিদ্র মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন। এর জন্য তারা করোনাতে আক্রান্ত হয়েছিল। সাংসদের এধরনের কাজ সত্যি নিন্দনীয় এমনকি স্বাস্থ্যবিধি কে উপেক্ষা করেছেন খোদ সাংসদ খগেন বাবু বলে জানান মর্জিনা খাতুন।

এটা ঠিক যে এই মহামারীর আবহে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের মানবিক মুখ দেখা গেছে বারবার মানুষের জন্য কাজ করতে গিয়ে আক্রান্তও হয়েছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তাই এই পরিস্থিতিতে যতই আন্দোলন করা হোক স্বাস্থ্যবিধি উল্লঙ্ঘন করে করা যথেষ্ট নিন্দনীয় তাও খোদ সাংসদের উপস্থিতিতে | যদিও এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস কোন মন্তব্য করতে চাননি|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here