মুর্শিদাবাদের ভরতপুর – ১ ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে স্বাস্থ্য বিধি মেনে শহীদ দিবস পালিত হল

0
293

রাজেন্দ্র নাথ দত্ত :: ২৪ ঘন্টা লাইভ :: ২২শে,জুলাই :: মুর্শিদাবাদ :: এবার অন্য একুশে জুলাই। আগেরদিন রাত বা সেইদিন ভোর থেকে জেলা থেকে কলকাতামুখী জনতার ভিড় নেই, নেই ধর্মতলা চত্বরে বাড়তি নজরদারি। করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে তৃণমূলের শহিদ দিবসে এবার পালিত হচ্ছে বুথে বুথে। নিয়ন্ত্রিত, সীমিত আয়োজনের মধ্যে দিয়ে। তা শুনতে সকলের ভরসা এবার সোশ্যাল মিডিয়া।

দলের ফেসবুক থেকে শুরু করে সবরকম সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয় ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিতে। এবছর করোনার দাপট বিশ্বজুড়ে। তাই ২১জুলাইয়ের মতো তৃণমূলের বার্ষিক মেগা ইভেন্ট পালিত হচ্ছে না চিরাচরিতভাবে। করোনা মহামারীর জন্য এবার অনেক বিধিনিষেধ, তাই অন্যভাবে শহিদ দিবস পালনের কথা ভাবতে হয়েছে। দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করা হবে বুথে বুথে।

মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নম্বর ব্লকের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হল আলুগ্রাম অঞ্চলের চোঁয়াতোর বাসস্ট্যান্ডে । উপস্থিত ছিলেন কান্দী মহকুমা ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জী । অন্যদিকে ভরতপুর ১ নং ব্লকের অন্তর্গত গুন্দিরিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রত্যেক বুথে বুথে শহীদ দিবস পালন করা হল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর ১নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় সরখেল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here