মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার অনুষ্ঠিত হলো

0
269

রাজেন্দ্র নাথ দত্ত :: ২৪ ঘন্টা লাইভ :: ৯ই,ডিসেম্বর :: মুর্শিদাবাদ :: বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দিতে ‘সরকার দুয়ারেদুয়ারে পৌঁছবে। বুধবার সকাল ১০টা থেকে কর্মসূচি শুরু হয় বালিয়া পরেশ নাথ সিংহ উচ্চ বিদ্যালয়ে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জাতিগত শংসাপত্র, তফসিলি বন্ধু, জয় জোহার, কৃষকবন্ধু এবং ১০০ দিনের কাজ— এই সবক’টি প্রকল্পের সুবিধা মিলবে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ক্যাম্প থেকে ।

বালিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত সাধারণ মানুষ ধন্যবাদ জানিয়েছেন ব্লক প্রশাসন, রাজ্য সরকার, বালিয়া গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের।উপস্থিত ছিলেন বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ,খড়গ্রাম ব্লকের আধিকারিক,খড়গ্রাম থানার আধিকারিক,ইএ শিবশংকর কোনাই |

সেক্রেটারি সপ্তর্ষি রায়চৌধুরী,এন এস সুব্রত কুমার সাহা, সহায়ক সুশীল মুর্মূ, সহায়ক প্রসেনজিৎ সাহা,জিপি কে সুব্রত সাহা,এস টিপি মিঠুন সাহা, ভি এল ই বিবেকানন্দ মুখার্জি, জি পি কে গোলক বাগদী, টি সি অমল বাগদী,জে এস বিদ্যাসাগর হাটি,পেরক তারাপ্রসন্ন অধিকারী, এস এল ও সুজন দাস,বালিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, বালিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য ও সদস্যারা, আশা কর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here