মৎস্যজীবির মাছ ধরার বাঁকিতে বিরল প্রজাতির হলুদ কচ্ছপ – দেখার জন্য ভিড় জমান বহু মানুষ।

0
146

সৌভিক কর ::২৪ঘন্টা লাইভ ::৩০ই জুলাই ::পূর্ব মেদিনীপুর :: মাছ ধরার জন্য রাত্রে খালে বসিয়েছিলেন বাঁকি। সকালে উঠে খাল পাড়ে বাঁকিতে উঁকি দিয়ে যা দেখলেন তাতে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়! হলুদ রঙের ওটা কি নড়াচড়া করছে বাঁকির ভিতরে৷ ভয় পেয়ে চলে গিয়েছিলেন৷ পরে পাড়া প্রতিবেশীকে সঙ্গে এনে বুঝলেন, হলুদ রঙের নড়াচড়া করা ওই প্রাণীটি আসলে বিরল প্রজাতির একটি কচ্ছপ।

পূর্ব মেদিনীপুরের খেজুরির ঘটনা৷খেজুরির তালপাটি খালে মৎস্যজীবীর জালে উঠে এল বিরল প্রজাতির কচ্ছপ। উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপটি খেজুরি বনদপ্তরে হাতে তুলে দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে।

Advertisement

জলমগ্ন হয়েছে জেলার বিভিন্ন এলাকায়। খেজুরির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। তালপাটি উপকূল থানার খেজুরি গ্রামের সুবিমল বেরা নামে এক মৎস্যজীবী মাছ ধরার জন্য স্থানীয় একটি খালে বাঁকি পেতে ছিলেন। আর সেই বাঁকিতে ধরা পড়ল হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপ। সচরাচর এই ধরনের কচ্ছপ এলাকার মানুষেরা আগে কখনো দেখেননি। হলুদ কচ্ছপটির বিষয়ে বনদপ্তর কে জানালে বনদপ্তর কচ্ছপটি উদ্ধার করেছে। কচ্ছপটির ওজন প্রায় ৬০০ গ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here