রাজনীতিক অবহেলনা, সৈকতের আত্মা।

0
558
মৃত সৈকত ভাওয়াল

রাজীব গুপ্তা :: ২৪ ঘন্টা লাইভ :: ১৩ই,ডিসেম্বর :: হালিশহর ::  হালিশহর ৬ নম্বর ওয়ার্ড, বারেন্দ্র গলি সংলগ্ন এলাকায় গৃহ সংকল্প অভিযান চলার সময়ই হামলার শিকার হয়ে প্রাণ হারালো বিজেপি কর্মী সৈকত ভাওয়াল

মৃত সৈকত ভাওয়াল

সাধারণ ভাবে নিজের এলাকা বা  কর্মস্থানে ভালো বা ভদ্র মানুষ বলেই পরিচিতি পাওয়া সৈকত,  হালিশহর পৌরসভা তে বিদ্যুৎ বিভাাগের কর্মী ছিলেন । 

Advertisement

কিছুদিন আগেই হালিশহর পৌর সভায় পৌর প্রশাসক হিসাবে রাজু সাহানি তাঁর কর্মভার গ্রহণ করেন । প্রশাসক হিসাবে রাজু বাবু খুব অল্পদিনের মধ্যেই সুনাম কুড়িয়েছেন । তাঁর পৌরসভা ক্রমেই উন্নতি করছিলো । ইতিমধ্যেই একটি বিষয় নজরে এসেছে সাধারণের । এর আগে কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া বা যেকোনো   সংশ্লিষ্ট পৌরসভা তাদের হারিয়ে যাওয়া সহকর্মীর  বিদেহী আত্মার শান্তি কামনায় শ্রদ্ধা নিবেদন করেছেন ।

বিগত দিনে কর্মী মৃত্যুতে শ্রদ্ধা জ্ঞাপন

তবে  সৈকত ভাওয়াল এর ক্ষেত্রে আমরা একেবারেই এক অন্যচিত্র দেখলাম যা আমাদের রাজ্যের সংস্কৃতির পরিপন্থী ।

বর্তমানে খালি রইলো পৌরসভার গেট

কারণ এবারে আমরা দেখলাম যে হালিসহর পৌরসভা বা তাদের  কর্মী সংগঠনের পক্ষ থেকে সৈকত ভাওয়ালএর বিদেহী আত্মার প্রতি কোনো শ্রদ্ধা জ্ঞাপন করা হলোনা  ।

Advertisement

পৌরবাসীদের অনেকেই কিন্তু এখন প্রশ্ন করতে শুরু করেছেন যে তাহলে কি এবার  আত্মা নিয়ে রাজনীতি শুরু হয়ে গেলো ?

Advertisement (CALL 6290656551)

আমরা জানি যে সৈকত ও তো এই বাংলার মাটিতে জন্ম নেওয়া এক জন বাঙালি ছিল । তাহলে তার আত্মার অপমান কি হলো না ?

সে বিজেপি করতো বলে, তার বাঙালির তকমাও কি কেড়ে নেওয়া হলো ?

এখন কোথায় গেল রাজনীতি থেকে প্রেরিত অতিউৎসাহী বাঙালিরা ? কোথায় গেল বাংলা পক্ষ ?

তাহলে কি : বিদ্যাসাগর , নজরুল ,  বিবেকানন্দের এই বাংলা বদলাতে শুরু করেছে । এ কিসের রাজনীতি শুরু হয়েছে ? 

এখন কিন্তু অনেকেই শুধু নীরব দর্শক ।

https://youtu.be/Yrl0nnyP5FE

তবে আমরা বলবো এই মানসিকতা বদলানো উচিত কারণ পরলোক গমন কারি দের সমস্ত পরিচয় মুছে গিয়ে শুধু মাত্র পবিত্র আত্মার সংজ্ঞান দেওয়া হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here