রাশিয়ার তৈরি করোনার টিকার অনুমোদনের আশায় ভারত

0
233

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ১৩ই,এপ্রিল :: নয়াদিল্লি :: করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক–ভি ব্যবহারের অনুমোদনের সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। এখন প্রয়োজন চূড়ান্ত অনুমোদন। তাহলেই স্পুতনিক–ভি হবে ভারতে ব্যবহারের অনুমোদন পাওয়া করোনার তৃতীয় টিকা। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেন্টাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞ দল ভারতে স্পুটনিক–ভি ব্যবহারে অনুমোদনের সুপারিশ করেছে। এখন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) চূড়ান্ত অনুমোদন দিলে ভারতে টিকাটির ব্যবহারে আর কোনো বাধা থাকবে না।

এর আগে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ব্যবহারের অনুমোদন পেয়েছিল। সেরাম ইনস্টিটিউট এ টিকা উৎপাদন করছে।
মস্কোর গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট স্পুটনিক–ভি টিকাটি উদ্ভাবন করেছে।

প্রাথমিক ট্রায়ালের পর বলা হয়েছিল, এটি কোভিড–১৯ প্রতিরোধে ৯১ দশমিক ৬ শতাংশ পর্যন্ত কার্যকর। এখন পর্যন্ত ৫০টির বেশি দেশ করোনা প্রতিরোধে রাশিয়ার টিকা স্পুটনিক–ভি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here