লকডাউনে বড়সড় ক্ষতির মুখে নৈহাটি এবং গারুলিয়ার রাখি ব্যাবসায়ীরা

0
269

লকডাউনে বড়সড় ক্ষতির মুখে নৈহাটি এবং গারুলিয়ার রাখি ব্যাবসায়ীরা

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ১লা,জুলাই ::নৈহাটী :: করোনার আবহে লকডাউনের কারণে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন রাখি ব্যাবসায়ীরা। গতবছরই এইসময় রমরমিয়ে চলেছে রাখির বেচাকেনা। ফলে কিছুটা হলেও লাভের মুখ দেখতে পেরেছিলেন, রাখি ব্যাবসায়ী ও কারিগরেরা। তবে এবছরের চিত্রটা বেশ আলাদা৷ ঘন ঘন লকডাউনে জেরেই ব্যাবসা প্রায় লাটে ওঠার মতোন অবস্থা। আর এমনই পরিস্থিতি উত্তর ২৪ পরগণার নৈহাটি এবং গারুলিয়ার রাখি ব্যাবসায়ীদের।

রাখি তৈরী হলেও দোকান বন্ধ থাকায় বিক্রি নেই তাদের। ফলে ক্রেতার অভাবেই বড়সড় অর্থিক মাসুল দিতে হচ্ছে তাদের। প্রতিবছরই বাংলা থেকে বেশীর ভাগ রাখি বিহার ও উড়িষ্যার মতোন রাজ্যে ট্রান্সর্পোটের মাধ্যমে পৌঁছে যায়। তবে এবছর লকডাউন থাকায় স্বল্প সংখ্যক মাল তারা ভিনরাজ্যে পৌঁছাতে পেরেছে। এমনটাই জানাচ্ছেন, রাখি ব্যাবসায়ীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here