লকডাউন শিথিল হলেও হায়রানি এখনি শেষ হবে না সাধারণ মানুষের

0
149

রামকৃষ্ণ পাল ::২৪ঘন্টা লাইভ ::১ই জুলাই ::ঝাড়গ্রাম  :: লকডাউন শিথিল হলেও হায়রানি এখনি শেষ হবে না সাধারণ মানুষের। কারন বাস পরিষেবা এখনি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষ্মণ নেই। বেসরকারি বাস রাস্তায় নামানো সম্ভব নয় বলে বক্তব্য বাস মালিক দের। ডিজেলের দাম লাগাম ছাড়া। জেলা জুড়ে বহু জায়গায় মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষনা অাছে। এ অবস্থায় যাত্রী একদমি হবেনা। হাতে গোনা যাত্রী নিয়ে বাস চালানো অসম্ভব। সরকারি বাসের সংখ্যা ও কম। তাদের ও বক্তব্য লস করেই এই মুহুর্তে রাস্তায় নামানো হচ্ছে বাস।

এভাবে চালানো একরকম অসম্ভব। সাধারণ যাত্রী রা অনেকেই রাস্তায় বেরিয়ে হতাশ। পাশাপাশি ঝাড়গ্রাম শহরে যেহেতু একাধিক মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষনা অাছে তাই। দোকান বাজার খোলার ক্ষেত্রে ও বিধিনিষেধ জারি। তবে এই কড়া পদক্ষেপ গ্রহন করায় সংক্রমণ কে অনেক টাই অ্যারেষ্ট করা সম্ভব হয়েছে। তাতে খুশি এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here