লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরীকে দিতে হবে ‘Z+’নিরাপত্তা, জোরাল হচ্ছে দাবি

0
546

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ৫ ই, মার্চ :: বারাকপুর :: লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরীর দিল্লির বাড়িতে হামলার ঘটনায়, তাঁকে জেড-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়ে পথ অবরোধ কর্মসূচি পালন করল জেলার যুব কংগ্রেস কর্মীরা।

বুধবার দুপুরে ইছাপুর ঘোষপাড়া রোডের স্টোর বাজার এলাকায় পথে নেমে বিক্ষোভ দেখায় তাঁরা। বেশ কিছুক্ষণ ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কংগ্রেস কর্মীরা। এরফলে বারাকপুর থেকে কাঁচরাপাড়াগামী ঘোষপাড়া রোডে বেশ কিছুক্ষন যানজটের সৃষ্টি হয়। পরে নোয়াপাড়া থানার পুলিশ এসে অবরোধকারীদের হঠিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এই বিষয়ে নোয়াপাড়ার কংগ্রেস নেতা প্রমোদ বার্মা বলেন, “উত্তর ২৪ পরগনা জেলায় যুব কংগ্রেস কর্মীরা আজ কালা দিবস পালন করছে। তারই কর্মসূচি হিসেবে ঘোষপাড়া রোডে আমরা বিক্ষোভ দেখিয়েছি। দেশে গনতন্ত্র বলে কিছু নেই। লোকসভার বিরোধী দলনেতা হওয়া সত্ত্বেও কেন অধীর চৌধুরীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে না? বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে পদত্যাগ দাবি করছি।”
এদিন সকালে যুব কংগ্রেস কর্মীরা মাথায় কালো ফেটটি বেঁধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কংগ্রেস কর্মীরা জানিয়েছেন, দিল্লিতে অধীর চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় অবিলম্বে দুষ্কৃতীরা গ্রেফতার করা না হলে আগামীদিনে উত্তর ২৪ পরগনার যুব কংগ্রেস কর্মীরা আরও জোরদার আন্দোলনে নামবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here