লোকাল ট্রেন বন্ধ থাকায় চরম সমস্যার মধ্যে পড়েছেন কোলাঘাট ফুলবাজার এর ক্রেতা-বিক্রেতারা।

0
192

সৌভিক কর ::২৪ঘন্টা লাইভ ::৬ই,মে ::পূর্ব মেদিনীপুর :: পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ফুলবাজার রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুল বাজার বলে পরিচিত । এই ফুলবাজারে প্রতিদিন পূর্ব – পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলা থেকে কয়েকহাজার ক্রেতা বিক্রেতা প্রতিদিন আসেন।তনে আজ থেকে লোকাল ট্রেন বন্ধ হওয়ার কারণে চরম সমস্যার মধ্যে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। কারণ দূরবর্তী এলাকা থেকে ফুল নিয়ে বিক্রি করতে আসতে পারছেন না বা বিক্রি করতে যেতে পারছেন না। এমনটাই অভিযোগ কোলাঘাটের ফুল ব্যবসায়ীনও চাষিদের।

তাদের দাবি সারাদিনে কয়েকটি ট্রেন চালু রাখুক রেলদপ্তর।না হলে প্রতিদিন ক্ষতির শিকার হবেন দিন আনা দিন খাওয়া চাষী ও ব্যবসায়ীরা।কোলাঘাট ফুল বাজারে প্রতিদিন তিন থেকে চার হাজার মানুষজন আসেন ফুল বিক্রি বা ব্যবসা করতে। আজ থেকে লোকাল ট্রেন বন্ধ থাকার কারনে সমস্যায় পড়েছে ব্যবসায়ীরা।দাবী সারাদিনে বেশকিছু ট্রেন চালু রাখুক।নাহলে মাঠের ফুল মাঠেই শুকোবে।এই করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়বেন কয়েক হাজার এই ফুল চাষি ও বিক্রির সাথে যুক্ত কয়েক হাজার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here