শীতের শেষে কম্বল বিতরণ করতে এগিয়ে আসলেন শুভরাংশু রায়

0
97

২৪ ঘন্টা লাইভ সংবাদাতা / রাজীব গুপ্তা / কাঁচরাপাড়া / ২৪ জানুয়ারি ২০২৩ : অবশেষে রাস্তায় দেখা গেলো সুভরাংশু রায় কে।

বীজপুর উৎসবে সকলের রইলো আমন্ত্রণ

সারা শীতে তার খোঁজ না পাওয়া গেলেও এই বছরে প্রথম বার গতকাল ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষ্যে বীজপুরের প্রাক্তন বিধায়ক কে নিজের ওয়ার্ডে দেখা গেলো।

Add : Ambedkar Public School

শীত শেষের বেলায় মমতা ও অভিষেক বন্দোপাধ্যায় এর ব্যানার টাঙিয়ে কিছু কম্বল তুলে দিলেন সাধারণ মানুষের হাতে। অবশ্যই তার এই কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ থাকার কথা নয়,

Add : Baba Briyani

কারণ  বিজেপি প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে সুবোধ অধিকারীর কাছে হেরে গিয়ে তিনি নিজের বাগমোড় অবস্থিত প্রতিষ্ঠানেও মামতা বন্দ্যোপাধ্যায় এর ব্যানার টাঙিয়ে ছিলেন উনি।

Advertisement

তক্ষন তিনি ছিলেন বিজেপি নেতা তাই বলেছিলেন এটির সাথে কোনো রাজনৈতিক যোগ নেই।

Add : Universal School
এদিন কম্বল নিতে আসা মানুষের চেহারা দেখলেও একই কথা তাদের মস্তিষ্কে চলছিল বলে মনে হলো যে “শীতের শেষে কম্বল দেওয়া ঠিক তেমন ই যেমন এক রুগী কে রোগে ভীষণ আক্রান্ত হয়ে যাওয়ার পর ঔষুধ দেওয়া।”
দেখুন কম্বল নিতে আসা মানুষের চেহারা
যাই হোক দেরি তে হোক না কেন ভালো কাজের প্রশংসা করা প্রয়োজন ঠিক তেমন ই যেমন সাধারণ রুগী কে ভীষণ রুগী বানিয়ে তার পর তাকে ঔষুধ দিলেও নার্সিং হোমের বিল অবশ্যই মেটাতে হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here