সমস্ত জঙ্গলমহলবাসীকে শঙ্খধ্বনি দেওয়ার আহ্বান জানালেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেন।।

0
166

রামকৃষ্ণ পাল ::২৪ঘন্টা লাইভ ::৬ই,মে ::ঝাড়গ্রাম :: শপথ গ্রহনের শুভ দিনে সরকারের শুভকামনায় সমস্ত জঙ্গলমহলবাসীকে শঙ্খধ্বনি দেওয়ার আহ্বান জানালেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেন।।
তাঁর আহ্বানে সাড়া দিয়ে সারা জঙ্গলমহল জুড়ে সরকারের মঙ্গল কামনায় এবং সমস্ত পরিবারের সুখ সমৃদ্ধি কামনায় উলু ধ্বনি,শঙ্খ ধ্বনী দেন।

সন্ধ্যাবেলা শঙ্খ ধ্বনি ও উলু ধ্বনি তে ভরে ওঠে অাকাশ বাতাস।
বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত র মা সাবিত্রী দেবী, শঙ্খবাজিয়ে  প্রদীপ জ্বালীয়ে সরকারের মঙ্গল কামনা করেন।পাশাপাশি সমস্ত পরিবারের সুখ সমৃদ্ধিও কামনা করেন তিনি। অপরদিকে রাজ্যের বড় বড় বিশ্লেষকরা যখন সরকার ফেরা নিয়ে বিভিন্ন মত প্রকাশ করছেন।

তখন প্রাক্তন সাংসদ মুখ্যমন্ত্রীকে জানান তার সাংসদ এলাকার সাতটা সিটের ছটা নিশ্চিত। সাতটাও হতে পারে।
সাংসদ অভিষেক বন্ধ্যোপাধ্যায় কে বলেছিলেন ২২০ টা সিট পাবে তৃনমূল। প্রতিটা সভায় বক্তব্য রাখতে উঠে জানিয়েছিলেন অাপনারা মাতৃ অারাধনা করুন চারটা সিট অাামি জেতাবো। এত সঠিক কথা অাগাম কি ভাবে বলা সম্ভব?

সাংবাদিক দের প্রশ্নে ডাঃউমা সরেন বলেন। শুধু জঙ্গল মহল নয়।
“মমতা বন্ধ্যোপাধ্যায় কে সমস্ত বাংলার মানুষ দেবী মা হিসেবে পুজো করে। তাই তাঁর অপমান বাংলার মানুষ মেনে নেবেনা।”এটা দেখেই ফলাফল  হিসাবে নিশ্চিত ছিলেন।
অাগামী দিন দেশের মুকুট মমতা বন্ধ্যোপাধ্যায়এর মাথাতে উঠতে চলেছে।

কারন, ঝাড়গ্রামে নাড্ডা, অমিত সা, সাভা না করে ফিরে যায়।অশ্বমেধের ঘোড়া অাটকে যায় ঝাড়গ্রামে। প্রসঙ্গে তাঁর পতিক্রিয়া।
শুধু ঝাড়গ্রাম নয় অশ্বমেধের ঘোড়া সারা বাংলার মানুষ রুখে দিয়েছিলো। যুদ্ধ হয়েছিলো। যুদ্ধে জয় বাংলা মায়ের হয়েছিলো।
অাজ বাংলা মা দেশ মা। তার মাথাতেই দেশের মুকুট।
এত ভোটে জেতার পরও হিংসা কেনো প্রসঙ্গে তিনি বলেন যারা হিংসা করছে তার নিজেদের ধান্দায় করছেন।

এরা দলের কেউ নন। এদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়ার কথা জানান তিনি।
ডাঃ সাংসদ দল নির্বিশেষ সকলকে অনুরোধ করেন কোভিড প্রসঙ্গে সবাই এগিয়ে অাসুন। বুথ সহ প্রত্যন্ত এলাকায় কেউ অসুস্থ হলে জানান। কোভিড বিধি মেনে চলুন, সুস্থ থাকুন।তবে যত সন্ধ্যা বাড়ছে ততই জঙ্গল বাড়ছে জুড় বাড়ছে উলুধ্বনির ও শংখ ধ্বনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here