সাতসকালে তমলুক থানার টুলা গ্রামের পুকুরে পাথরের মূর্তি ভাসছে। অলৌকিক ঘটনা দেখে গ্রামবাসীদের।

0
292

সৌভিক কর :: ২৪ ঘন্টা লাইভ :: ৩০শে অক্টবর :: তমলুক :: সাতসকালে গ্রামের পুকুরে পাথরের মূর্তির ভাসছে। আর সোশ্যাল ডিসটেন্স ভুলে সেই পাথরের মূর্তি দেখতে ভিড় গ্রামবাসীদের। পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার টুলা গ্রামের আনন্দমোহন সাহুর বাড়ির পাশেই একটি পুকুরের সাত সকালে ঘটনা।

আনন্দ মোহন বাবু বাড়ি থেকে বেরিয়ে পুকুর ধারে দেখতে পান  একটি পাথরের কোন‍ো এক বস্তু ভাসছে। দেখতে পেয়ে পাথরের বস্তুটিকে আনন্দ মোহন বাবু নিজের তুলসী মন্দিরে তুলে এনে মন্দিরে রাখেন।

আর সেই পাথরের বস্তুটিকে কোন দেবদেবীর মূর্তির অলৌকিক ঘটনা মনে করে সোশ্যাল ডিসটেন্স ভুলে এবং মুখে মাস্ক না পরে ওই পাথরের মূর্তির টিকে দেখতে ভিড় করেন আশপাশের চার থেকে পাঁচটি গ্রামের মানুষ। শুধুই পাথরের মূর্তির টিকে দেখা নয় প্রাপ্তিযোগ হিসেবে প্রণামীও পড়ছে ।

গ্রামবাসীদের ধারণা  ঠাকুর দেখা দিয়েছে। এটা অলৌকিক ঘটনা। এই মুহূর্তে দর্শন করলে পুন্য লাভ হবে এমনই ধারণা গ্রামবাসীরা। এর মধ্যেই গ্রামবাসীদের মধ্যে দাবি উঠেছে যে ওই মূর্তি প্রতিষ্ঠার জন্য এখানে বড় মন্দির করতে হবে। আমরা গ্রামে আরোধ‍্য দেবতা হিসেবে পুজো করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here