সোস্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও যুব নেতার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক।

0
584

নরেশ ভকত :: ২৪ঘন্টা লাইভ :: ১২ই,মে :: বাঁকুড়াঃ :: করোনা সংক্রমণের ফলে লকডাউন পরিস্থিতি নিয়ে সোস্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে এক যুবক। এই কুরুচিকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার হলেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রামে।

অভিযুক্ত যুবকের নাম বলরাম প্রামানিক। তৃণমূলের দাবি বলরাম প্রামানিক বড়জোড়া থানার পখন্না গ্রামের বাসিন্দা এবং বিজেপি র আই টি সেলের কর্মী। তৃণমূলের অভিযোগ ওই বিজেপি কর্মী মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করে সোস্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

এই সোস্যাল মিডিয়ায় বিষয়টি সামনে আসতেই জেলা পরিষদের স্থানীয় কর্মাধ্যক্ষ সুখেন বিদ ও তৃনমুলের বড়জোড়া ব্লক সভাপতি অলোক মুখার্জী বলরাম প্রামানিকের বিরুদ্ধে বড়জোড়া থানায় লিখিত অভিযোগ করেন। এই লিখিত অভিযোগের ভিত্তিতে বড়জোড়া থানার পুলিশ অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে। অভিযুক্ত ওই যুবক বিজেপি দলের কর্মী নয় বলেই জানান হয় বিজেপির পক্ষ থেকে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here