স্বাস্থ্যকর্মীরা তাম্রলিপ্ত পৌরসভায় বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখালেন

0
266

সৌভিক কর :: ২৪ ঘন্টা লাইভ :: ১০ই,সেপ্টেম্বর :: তমলুক :: পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্য কর্মী ইউনিয়নের তাম্রলিপ্ত পৌরসভার স্বাস্থ্যকর্মীদের তরফ থেকে তাম্রলিপ্ত পৌরসভায় দেখানো হলো বিক্ষোভ ও তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক এর কাছে দেওয়া হলো ডেপুটেশন। গত পাঁচ মাস ধরে লকডাউন চলাকালীন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের 126 টি পৌরসভা প্রায় 10,000 বিভিন্ন স্তরের পৌর স্বাস্থ্যকর্মী মুখ্যমন্ত্রী কাছে স্মারকলিপি দিয়ে দাবি জানিয়েছিলেন, কিন্তু বাস্তবে এখনো দাবিগুলি কার্যকরী হয়নি তাই ফের প্রতিটি পৌরসভায় স্বাস্থ্যকর্মীরা পৌর প্রশাসক এর মাধ্যম দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেয়।

মূলতঃ কর্মীদের স্থায়িকরন, বেতন বৃদ্ধি, অবসরকালী ভাতা প্রদান, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, সহ মোট ছয় দফা দাবিতে তাম্রলিপ্ত পৌরসভার সামনে বিক্ষোভ দেখান। এরপর তারা মুখ্যমন্ত্রীর উদ্দ্যেশে স্মারকলিপি জমা দেন তাম্রলিপ্ত পৌরসভার বর্তমান প্রশাসক রবীন্দ্রনাথ সেন এর কাছে।

এ বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন জানান কাজের তুলনায় তারা ঠিকমতো বেতন পাচ্ছেন না বিষয়টি ঠিক, তিনি স্মারকলিপিটি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here