হাই ড্রেনের উপর বসানো দোকান ভাঙ্গা হলো পুর প্রশাসকের নির্দেশে।

0
165

কুমার মাধব ::২৪ঘন্টা লাইভ ::৮ই জুন ::মালদা :: হাই ড্রেনের উপর বসানো দোকান ভাঙ্গা হলো পুর প্রশাসকের নির্দেশে। শহরের মালদা মেডিকেল কলেজ সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কের ধারে হাইড্রেন দখল করে বেশ কয়েকটি দোকান করার অভিযোগ। সোমবার ইংরেজবাজার পুর প্রশাসক তথা সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো পরিষ্কারের জন্য ওই দোকানগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ২৪ ঘন্টা কেটে গেলেও সেই দোকান না সরানোই মঙ্গলবার তার নির্দেশে জেসিবি মেশিন দিয়ে একটি দোকান ভাঙ্গা হয় বলে অভিযোগ। বাকি দোকানদারেরা আগামী ২৪ ঘন্টার সময় নেন দোকান সরানোর জন্য।

উল্লেখ্য অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয় সারা শহর। আগাম নিকাশি ব্যবস্থা করার জন্য হাই ড্রেনগুলি পরিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। জেসিবি মেশিন দিয়ে বিভিন্ন এলাকার হাই ড্রেনে জমা মাটি কেটে পরিষ্কার করা হচ্ছে। এমন সময় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় ড্রেনের উপর দোকান থাকার কারণে পরিষ্কারের কাজে বিঘ্ন ঘটায় এই সিদ্ধান্ত নেন ইংরেজবাজার পুরো প্রশাসক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here