২৫০ বছরেরও বেশি আগে থেকে চলছে বাঁকুড়ার মেটালির মুখার্জী পরিবারের দুর্গাপূজা

0
193

নরেশ ভকত :: ২৪ঘন্টা লাইভ :: ২৫শে,অক্টোবর :: বাঁকুড়াঃ:: দামোদর নদ তীরবর্তী একটি গ্রাম মেটালী। আনুমানিক ২৫০ বছরেরও বেশি আগে থেকে এই গ্রামের মুখার্জী পরিবারের দুর্গাপূজা শুরু হয়। এই পুজোয় আগে ছাগবলির প্রথা চালু ছিল যা বিগত তিন বছর ধরে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে একচালা প্রতিমা হয়।

প্রতি বছর মহানবীর দিন একসাথে বসে ২০০ থেকে ২৫০ জনের প্রসাদ খাওয়ার ব্যবস্থা হত। কিন্তু অতি মারির কারণে এই বছর এই ব্যবস্থার একটু পরিবর্তন করা হয়েছে। শহরের প্যান্ডেল থিমের ঝাঁচকচকে আড়ম্বর এখানে না থাকলেও পারিবারিক পুজোর স্বাদ পুরোমাত্রায় পেতে পরিবারের সকলেই এই চারদিন গ্রামে উপস্থিত থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here