বীরভূমের দুবরাজপুর আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্বর্ণ ব্যবসায়ীর থেকে লুট ৪.৫ লক্ষ টাকার সামগ্রী

0
400

নিজস্ব সংবাদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ২৭শে,ফেব্রুয়ারি ::দুবরাজপুর (বীরভূম) :: প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাবসায়ীর থেকে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ৷জানা গিয়েছে, দুবরাজপুর এলাকার স্বর্ণ ব্যবসায়ী দীপক বসাক আজ সকাল কলকাতা যাবার জন্য বাড়ি থেকে বেরোতেই দু জন দুষ্কৃতী তাদের মুখে কাপড় ঢাকা দিয়ে দীপক বাবুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার কাছে থাকা সমস্ত জিনিসপত্র কেড়ে নেই। তাঁর কাছে ছিলো ২.৫ লক্ষ টাকা নগদ, ৫০ গ্রাম সোনা, ও তার গলায় ছিলো দুটো সোনার চেন। সব মিলিয়ে প্রায় ৪.৫ লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুস্কৃতীরা৷ অভিযোগ এমনটাই।দীপক বসাক জানান, “আমি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার কলকাতা যাই কাজের জন্য। সেইমতো আজ সকালবেলা ছটা নাগাদ বাড়ি থেকে বের হতেই দুই জন দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে একটি বন্দুক ও একটি ভোজালি দেখিয়ে আমার কাছ থেকে জিনিসপত্র লুট করে বাইকে চেপে চলে যায়।”

প্রসঙ্গত, ওই ব্যবসায়ীর বাড়ি ও দোকান একই জায়গায় দুবরাজপুর শহরের পাকুরতলা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, এর আগেও এমন ঘটনা ঘটেছিল ২০১২ সালের আগস্ট মাসে। সেবার এরকম ছিনতাইয়ের ঘটনায় প্রাণ দিতে হয়েছিল এলাকার স্বর্ণ ব্যবসায়ী মৃণাল কান্তি ওঝাকে। অভিযোগ পেয়ে দুবরাজপুর থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here