ক্যাশলেস চিকিৎসা পরিষেবায় ধাক্কা!

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

প্রকাশ: ৩০/০৮/২০২৫ । ডেস্ক: ২৪ ঘন্টা লাইভ: স্বাস্থ্য বিমার ক্ষেত্রে বড় ধাক্কা খেলেন গ্রাহকরা। জানা গেছে, Bajaj Allianz, Niva Bupa এবং Star Health–এর বিমা পলিসি নিয়ে আর দেশের বেশ কিছু নামী হাসপাতাল থেকে ক্যাশলেস চিকিৎসার সুবিধা নেওয়া যাবে না। এর মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই ও কলকাতার একাধিক বড় হাসপাতাল।

বিশেষ করে Max Hospitals–এর সঙ্গে এই চুক্তি ভেঙে যাওয়ায় রোগী ও তাদের পরিবারকে চিকিৎসার সময় সরাসরি টাকা দিতে হবে। পরে বিমার দাবি করতে হবে রিইমবার্সমেন্টের মাধ্যমে।

বিমা সংস্থাগুলির দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত চার্জ নিচ্ছে, যার ফলে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে তারা। অন্যদিকে, হাসপাতালগুলির বক্তব্য, বিমা কোম্পানিগুলি সময়মতো বিল পরিশোধ করছে না।

PM Cuisine Restaurant Cum Bar

চিকিৎসার খরচ যেখানে প্রতিদিন বেড়েই চলেছে, সেখানে এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য বড়সড় ধাক্কা হয়ে দাঁড়াল। বিশেষজ্ঞদের মতে, সরকারকে দ্রুত হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করতে হবে।

Pralay Banerjee
Author: Pralay Banerjee

Leave a Comment

और पढ़ें