২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ; টেটের ফল প্রকাশের দিনই প্রাথমিকের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ১৩ হাজারের বেশি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ছাড়পত্র।

পুজোর মুখেই সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। ১৩ হাজার ৪২১টি পদে শিক্ষক নিয়োগে শিক্ষাদপ্তরকে অনুমোদন দিল অর্থদপ্তর।

সূত্রের খবর, অর্থদপ্তরের অনুমোদন আসার পরেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব তাড়াতাড়ি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে।

নিঃসন্দেহে অর্থদপ্তরের এই অনুমোদনের জেরে চাকরিপ্রার্থীদের বড় সুযোগ মিলতে চলেছে।

কী ভাবে ফলাফল দেখবেন?
1) https://wbbpe.wb.gov.in/ লিঙ্কে ক্লিক করুন
2) ক্লিক করুন টপ বারে থাকা Important Links অপশনে
3) এর পরেই ক্লিক করুন TEACHER ELIGIBILITY TEST-2023 (TET-2023) (FOR CLASSES I TO V, PRIMARY)
4) এর পরে রেজিস্ট্রেশন নম্বর দিন, জন্ম তারিখ দিন
এভাবেই সরাসরি রেজাল্ট দেখতে পারবেন।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










